Nest – 2
শান্তির নীড় সকল সমুদ্র আর উদ্ভিদজগৎ আর মরুভূমি দিয়ে প্রবাহিত হওয়া ভিন্ন্ বাতাসের অন্য কোন গতিবিধি নেই । ফলে বহুকাল ধ‘রে অভিজ্ঞ হবার পরে পাখিরা জেনেছে নীর নির্মানের জন্য উপযুক্ত উপাদান ঘাস আর খড়। প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ অভিজ্ঞতাগুলি ক্রমে জ্ঞান হয়ে ওঠে। এ-সকল সংখ্যাতীত উদ্ভিদ বা তৃণ , গুল্ম ইত্যাদির মূল অন্তরালে মিশে গিয়ে অত্যন্ত জটিলভাবে থাকা স্বাভাবিক। ……………………. বিনয় মজুমদার নীড় , বাসা , বাস্থান আথবা গৃহ শুধু নিরাপত্তা ও আশ্রয় নয় আরো অন্য কিছু। সভ্যতার ক্রমবিকাশে আমরা ভূলতে বসেছি প্রকৃতিক উপাদানের নান্দনিক র্নিমিতি আর সহবস্থানের অভিজ্ঞতা। ধীরে ধীরে জল হাওয়া আর আলোর উপর করে চলেছে প্রযুক্তিক নিয়ন্ত্রন । নিরাপত্তা আর স্থায়িত্বের অজুহাতে যে ভাবে প্রান প্রকৃতিকে উজার করে বিশাল বিশাল অট্টালিকা দিয়ে নগর মহানগরের সর্বব্যাপি ধ্বংসযজ্ঞ চলছে। তাতে আগামী দিনে শুধু মানুষ না পৃথিীবির সকল জীববৈচিত্র হুমকির সম্মুহীন। কংকৃটের এই ছোট ছোট প্রকুষ্টের বসবাস জীবন বিষন্ন করে । মন ছুটে- বাতাসে দোল খাওয়া বাবুই পাখির বাসায়,কিম্বা প্রাকৃতজনদের অতি সাদামাটা বুনন ও গাথুনির মনোরম নির্মিতি—-শান্তির নীড়